শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে ধর্ষণের শিকার তরুণী : অভিযুক্ত ধর্ষক আটক



ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর মাঝপাড়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। অভিযুক্ত ধর্ষককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত শনিবার (২ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরনে জানা যায়- ভিকটিম তরুণী (১৯) উপজেলার মাঝপাড়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দিবাগত রাতে গ্রামের সোনাহর আলীর ছেলে- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা রুহেল আহমদ রায়হান (২৭) তরুণীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

তরুণীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে ভিকটিমকে উদ্ধার করে রুহেল আহমদ রায়হানকে আটক করে ফেঞ্চুগঞ্জ থানায় সোপর্দ করেন। এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি রুহেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!