বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মেট্রিক টন বস্তাজাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ টাকা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে বালাগঞ্জ উপজেলা সদরের করচারপার হাওরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুরক্ষা আইনে এক অভিযান পরিচালনা করে হাসামপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বস্তাজাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ মন্ডল।
এ সময় বালাগঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অ.দা.) নির্মল চন্দ্র বণিক, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক রাজীব সরদার, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারীসহ বালাগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানে বস্তাজাল জব্দ করার পর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জনসম্মুখে পুঁড়িয়ে তা বিনষ্ট করা হয়।