বালাগঞ্জ উপজেলার বির্ত্তনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিদ্যালয়ের শ্রেণী কক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএসসি) সভাপতি আবুল কাশেম অফিকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা রাণী দাস, বেলা দেব নাথ, রিক্তা রাণী সাহা। মায়েদের পক্ষে বক্তৃতা করেন – জেসমিন বেগম, সুমি বেগম, রেলি বেগম, রত্না বিশ্বাস, শিল্পী রানী ধর প্রমুখ। সমাবেশে শতাধিক শিক্ষার্থীর মা অংশ নেন।