‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে আজ ১৭ জুলাই (বুধবার) সকাল ১২টায় উপজেলা হলরুমে বালাগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন – বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, পুর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, সহ-সভাপতি হুসাইন আহমদ, সহ-সাধারণ সম্পাদক এম এ কাদির, সিনিয়র সদস্য আবুল কাশেম অফিক, তারেক আহমদসহ বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে সপ্তাহ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের কার্যক্রমের বিষয় সাংবাদিকদের অবহিত করা হয়। পাশাপাশি জাতীয় মৎস্য সপ্তাহ পালনের কার্যক্রমগুলো সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপজেলা মৎস্য অফিসার।