সিলেট ৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বলেছেন, ত্রাণের জন্য কোন বন্যার্ত বাদ পড়বে না, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বালাগঞ্জকে আকস্মিক বন্যার হাত থেকে বাঁচাতে কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা হচ্ছে। আশাকরি এব্যপারে বাস্তবমুখী পদক্ষেপ নেয়া হবে।
তিনি গত ২০ জুলাই ১২টায় বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে রাধাকোনা গ্রামে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ ইউএনও মোঃ নাজমুস সাকিব, এসিল্যান্ড সুমন চন্দ্র দাস, অফিসার ইন চার্জ গাজী আতাউর রহমান, উপজেলা স্বস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম শাহরিযার, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রীতি ভুষন দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, ইউপি সদস্য মোঃ আব্দুস শহীদ, ইউপি সচিব রঙ্গেস কুমার দাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ প্রমুখ ছিলেন।
পরে এমপি সামাদ চৌধুরী রাধাকোনা গ্রামে ১০ কেজি করে ১ শ পরিবারের মধ্যে চাল বিতরণ করেন।