বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নে এলাহাবাদ জাগরণী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হাডুডু প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১৯ জুলাই) বিকালে ইউনিয়নের জনকল্যাণ বাজারের মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন ২০৯৭ জনকল্যাণ বাজার শাখা ৩-২ পয়েণ্টে এলাহাবাদ জাগরণী সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা সামস্ উদ্দিন সামস্।
ক্রীড়া সংগঠক মিজানুর রহমান মির্জার সভাপতিত্বে ও মো. কাওছার আহমদ মিনুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, ইউপি সদস্য সামসুল ইসলাম ইরণ, আওয়ামী লীগ নেতা আবরু মিয়া, শহিদ মিয়া, সফর আলী, গয়েস আহমদ, সমাজকর্মী সুহেল মিয়া, দিলদার মিয়া, দুলাল মিয়া, শ্রমিক নেতা জাকির আহমদ প্রমুখ।