বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে শাহজালাল (রহ.)’র ওফাত উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল



শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করছেন মোঃ আনহার মিয়া চেয়ারম্যান

বালাগঞ্জ উপজেলার চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল মাদ্রাসার পক্ষ থেকে হযরত শাহজালাল (রহ.)’র ওফাত দিবস, আলিম উত্তীর্ণ কৃতি সংবর্ধনা ও
ফাযিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টায় মাদ্রাসার সেমিনার হলে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছরওয়ার জাহানের সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া। অনুষ্টানে প্রধান বক্তার বক্তৃতা করেন জময়িাতুল মুদাররেছীনের সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ। বিশেষ অতিথি ছিলেন তিলকচানপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার। বক্তব্য রাখেন, মাওলানা সৈয়দ সুলতান আহমদ, মাদ্রাসার সহ সুপার মাওলানা লুৎফুর রহমান চৌধুরী, প্রভাষক মাওলানা সুলতান আহমদ, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আব্দুল মান্নান, তাহিদ মিয়া, সাংবাদিক আবুল কালাম আজাদ, সিলেট মহানগর তালামীযে ইসলামিয়ার অর্থ সম্পাদক আলী আহমদ চৌধুরী, কুরআন তিলাওয়াত করেন, হাসান আহমদ, নাতে রাসুল পাঠ করেন আব্দুল আওয়াল ও আব্দুল আহাদ। পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!