বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের গহরপুরস্থ নর্থইস্ট বালাগঞ্জ কলেজের অধ্যক্ষ মোস্তফা মিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুর ১টায় কলেজের অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা আব্দুল মতিনের উদ্যোগে কলেজের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মতিন বলেন, কলেজের অধ্যক্ষ মোস্তফা মিয়ার – অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার বিভিন্ন তথ্য লোক মুখে শোনার পর বিষয়টির ব্যাপারে ১৬ মে ২০১৯ তারিখে কলেজে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্তক্রমে ৫ সদস্য বিশিষ্ট একটি নিরীক্ষা কমিটি গঠন করা হয়। এই কমিটির দাখিলকৃত প্রতিবেদনে অধ্যক্ষের ১ লক্ষ ৮৫ হাজার ৩ শত ৭১ টাকা ব্যয় এর কোন সঠিক তথ্য প্রমাণ না পাওয়ায় এটা প্রমাণিত হয় যে অধ্যক্ষ ও তার সহযোগিরা আত্মসাৎ করেছেন।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বিগত ২ বছর ধরে কলেজে নির্বাহী কমিটির কোন সভাপতি না থাকায় অধ্যক্ষ নীতিমালার বাহিরে গিয়ে তিনি ও তার সহযোগীদের পছন্দের লোকজনকে বিভিন্ন পদ ও কমিটিতে রাখার জন্য বোর্ডে নাম প্রস্তাব করেন। ফলে কলেজের স্বীকৃতি ও কমিটি পাওয়ায় বিলম্ব হচ্ছে। এমতাবস্থায় কলেজের শিক্ষার মান ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে অধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আব্দুল মতিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন – নর্থইষ্ট বালাগঞ্জ কলেজ পরিচালনা কমিটির প্রস্তাবিত সভাপতি আমির হোসেন নুরু, অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল কাদির, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম, মুজিবুর রহমান, প্রভাষক রমা সিংহ, মুজিবুর রহমান, বিপ্লব দেবনাথ প্রমুখ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্য উপস্থিত ছিলেন রজত চন্দ্র দাস ভুলন, শাহাবুদ্দিন শাহীন, মোঃ জিল্লুর রহমান জিলু, মোঃ শামীম আহমদ, আব্দুস শহীদ, এম এ কাদির, মোঃ ফয়ছল আহমদ, তারেক আহমদ ও মোঃ মুমিন মিয়া।