বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান, সিলেট জেলা যুবলীগ নেতা সামস্ উদ্দিন সামস্ বালাগঞ্জের বন্যার্তদের মধ্যে ত্রাণ (চাল) বিতরণ করেছেন। তিনি গত বুধবার (২৪ জুলাই) দিনব্যাপী উপজেলা পূর্ব গৌরীপুর, পশ্চিম গৌরীপুর ও দেওয়ান বাজার ইউনিয়নের বন্যাদুর্গত এলাকার প্রায় দেড়শ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নৌকাযোগে এসব ত্রাণ বিতরণ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রদত্ত এসব ত্রাণ বিতরণকালে অন্যদের মধ্যে উপজেলা যুবলীগ নেতা সুহেল মিয়া, কাওসার আহমদ মিনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শিশু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।