শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘গুজবকে না বলুন’ স্লোগানকে সামনে রেখে বালাগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মা সমাবেশ পালন



‘গুজবকে না বলুন’ এ স্লোগানকে সামনে রেখে বালাগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শনিবার (২৭ জুলাই) পালিত হলো মা সমাবেশ। বিশেষত সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া ছেলেধরা গুজবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, গণপিটুনিতে মানুষ হত্যার বিরুদ্ধে মানুষকে সচেতন করা এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিশ্চিত করতে এই প্রথম গোটা উপজেলায় একযোগে মা সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সমাজের সচেতন ব্যক্তি, অভিভাবক ও মায়েরা অংশ নেন। প্রতিটি স্কুলের শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সমাবেশের পোস্ট করেছেন।

এদিকে বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকের মা সমাবেশে বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি এম এ মতিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সঞ্জয় কুমার দাস এর পরিচালনায় অন্যান্যের উপস্থিত ছিলেন – বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, সাব ইন্সপেক্টর অপু দাসগুপ্ত, প্রধান শিক্ষক আব্দুল মুমিত, ম্যানিজিং কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান, সিলেট জেলা বাপসার সভাপতি বাবু রঙ্গেশ কুমার দাসসহ  বিদ্যালয়ের শিক্ষকগণ ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সাম্প্রতিক বিভিন্ন গুজবের উপর বক্তব্য রাখেন। এই গুজবে কান না দিয়ে শিশুদেরকে বিদ্যালয়ে পাঠাতে অনুরোধ জানান। এছাড়া ডেঙ্গু জ্বর থেকে নিজেকে রক্ষা করতে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখার জন্য অনুরোধ করেন।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!