বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মসভা

মানব সেবা পরম ধর্ম : রাজনগরে সুব্রত পুরকায়স্থ



কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ বলেন, ধর্মীয় অনুশাসনের মধ্যে চলাফেরা করলে সমাজ ও দেশ উপকৃত হবে। মানব সেবা পরম ধর্ম। সব ধর্মই মানবতার কথা বলেছে। আসুন সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে নিজ নিজ ধর্মীয় অনুশাসনে চলে মানব কল্যাণে কাজ করি।

তিনি গত ২৩ আগষ্ট বিকালে রাজনগর জন্মাষ্টমী উদযাপন পরিষদ কতৃক শ্রীশ্রী কানাই লাল জিউ আশ্রমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ধর্মসভায় প্রধান বক্তা ও প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি রাজ মোহন দাস রাজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাসের পরিচালনায় শুরুতে পবিত্র গীতা পাঠ করেন রাজনগর হরেকৃষ্ণ অ্যাসোয়েশনের প্রতিষ্টাতা সভাপতি ডাঃ শ্রী দুলাল চন্দ্র বনিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন – রাজনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি মুক্তি চক্রবর্ত্তী, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য ও বালাগঞ্জ পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, রাজনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কেতকী রঞ্জন ভট্রাচার্য্য, সাধারণ সম্পাদক অসিত দেব, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, , রাজনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ টিংকু পুরকায়স্থ, সহ সভাপতি মনোজ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সুখেন্দু দাস অমল, মুক্তিযোদ্ধা ও ১ নং ফতে পুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রাখাল চন্দ্র দাস।

বক্তব্য রাখেন – জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ সভাপতি রঙ্গেশ কুমার দাস, মুক্তিযোদ্ধা রামরাজ রাজভট, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় দে, প্রেমতোষ দেব, অভিনাশ নাথ, সুমন কল্যান ভট্রাচার্য্য সহ বিভিন্ন ইউনিয়ন পুজা পরিষদ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। পরে প্রধান বক্তা সহ বিশেষ অতিথিদের মধ্য সম্মাননা স্বারক প্রদান করে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!