গত ৩০জুলাই মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় জান্নাহ গ্রীল রেস্টুরেন্টে লন্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে হবিগঞ্জ – ১ আসনের সাংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ (মিলাদ গাজী) এর সম্মানে এক রাজনৈতিক আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন বাবলুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শাহিদুর রহমানের পরিচালনায় এবং সাধারণ সম্পাদক সরওয়ার জাহানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি গাজী মোহাম্মদ শাহনেওয়াজ (মিলাদ গাজী) এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লন্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাজিদুর রশিদ ও যুগ্ম সম্পাদক রানা আব্দুল্লাহ।
রাজনৈতিক আড্ডায় মাননীয় সাংসদের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি শাহ শহীদ আলী, আছাবর আলী জীবন, অজিত দাল, শাহজাহান কবির, সৈয়দ মারুফ আহমেদ, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক সাহেল আহমেদ তপাদার, সপ্রতিভ বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল গণি।
প্রধান অতিথি গাজী মোহাম্মদ শাহনেওয়াজ এমপি তার বক্তব্যে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ হায়াত ও সুস্থ জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন, এবং লন্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের রাজনৈতিক আড্ডার ভূয়সী প্রশংসা করে বলেন বঙ্গবন্ধু জীবিত থাকলে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন দেখলে সত্যিই খুশি হতেন। যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন বঙ্গবন্ধু সবার অন্তরে বেঁচে থাকবেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ফেরদৌস আহমেদ শেরদীল, যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি মুহিব চৌধুরী,জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু,যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি শামীম আহমেদ,
উপস্থিত নেতৃবৃন্দের আড্ডায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ফাউন্ডেশনের সদস্য আব্দুল আলীম ফয়সাল,সম্পাদক মন্ডলীর সদস্যদের মধ্যে ফজলু মিয়া,মির্জা আওলাদ বেগ, লন্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ট্রেজারার আছাওর আলী সদস্য হেলাল আহমেদ ,মুসলিম মিয়া সহ বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতা কর্মী।
পরিশেষে রাজনৈতিক আড্ডা অনুষ্ঠানের সভাপতি আখতার হোসেন বাবলু উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী ৩ আগস্ট জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সফল ও সার্থক করে তুলার জন্য সবার সহযোগিতা কামনা করে সবার সমাপ্তি ঘোষণা করেন।