এ বছরের ফেব্রুয়ারি মাসে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডে ৭ সদস্যের এক পরিবারের ‘মানবেতর জীবন যাপন একটি কুঁড়ে ঘরে বসবাস’ এই শিরোনামে আলোর দিশারী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাইদুল বাছিদ সাহেদ এর আইডি থেকে এবং পরে তা কয়েকটি অনলাইন নিউজ পত্রিকায় খবর হিসাবে প্রকাশ হয়। পরে খবরটি স্থানীয় আলোর দিশারী সমাজ কল্যাণ পরিষদ ও আমানা ফাউন্ডেশন ইউকে এর নজরে পড়ে এবং এই দুটি সামাজিক সংগঠন যৌথভাবে সেই কুঁড়ে ঘরটি মেরামতের উদ্যোগ নেয়।
গত ২৭ জুলাই উত্তর তিলকপুর (নগর) এলাকায় বিকাল ৩টায় সেই নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জুয়েল আহমদ। আমানাহ ফাউন্ডেশন এর পক্ষে উপস্তিত ছিলেন পতনউষার ইউপি সদস্য রিপন ইসলাম মঈনুল। তাঁর সাথে আরো উপস্তিত ছিলেন আলোর দিশারী উপদেষ্টা স্থানীয় কাউন্সিলর আফজাল হোসেন, সহ-সভাপতি মুক্তাদীর আহমদ, সাধারণ সম্পাদ জাকারিয়া হাবিব রাজিম, সমাজকর্মী বাহার উদ্দিন ইয়াকুব আলী, ছাত্রলীগ কর্মী জোয়াহিদ খানসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।