সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের শিওরখাল গ্রামবাসীর উদ্যোগে প্রবাসীদের সমন্বয়ে মতবিনিময়



বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বৃহত্তর শিওরখাল গ্রামের প্রবাসী ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৩১ জুলাই) দুপুরে শিওরখাল উত্তরপাড়া পঞ্চায়েত, মাঝপাড়া পঞ্চায়েত ও পূর্ব মাঝপাড়া পঞ্চায়েতের গ্রামবাসী এবং বিদেশের বিভিন্ন দেশে অবস্থানরত গ্রামের প্রবাসীদের সমন্বয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সভায় গ্রামের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সদ্য গঠিত ‘ত্রয় পঞ্চায়েত কমিটি’র কর্মকর্তাদের পরিচিতি ও তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

হাজী বাহরাম খানের বাড়িতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী মনোহর খান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী রেজওয়ান আলী কয়েছ। সদ্য গঠিত ত্রয় পঞ্চায়েত কমিটির প্রচার সম্পাদক আব্দুস শহীদ খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গ্রামের পর্তুগাল প্রবাসী প্রবীণ সমাজকর্মী হাজী তুরণ খান, যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল মছব্বি, মো. গিয়াস মিয়া, ফ্রান্স প্রবাসী মো. সেলিম খান, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হোসেন।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন প্রবীণ মুরুব্বি হাজী রুস্তম খান, হাজী বাহরাম খান, হাজী নছিব উল্লাহ, হাজী সোনাওর খান, হাজী আব্দুল ওয়াহিদ, আপ্তাব উল্লাহ, হাজী হারিছ আলী, হাজী ইরণ খান, আছলম খান, মো. ছমির আলী, মাওলানা ফয়জুর রহমান, মো. লেবু মিয়া, মো. সৈদুর রহমান, আমিরুল ইসলাম জিতু, জয়নাল খান, ফুজায়েল খান সাজু, জয়নাল আবেদিন, মো. সমছু মিয়া, এনামুল হক, ফখরুল ইসলাম, কামিল আহমদ, জহির খান, মাসুকুর রহমান, নাজমুল ইসলাম, আব্দুশ শহীদ, লুৎফুর রহমান প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী রেজওয়ান আলী কয়েছ বলেন, আল্লাহর অশেষ রহমত আমরা ঐতিহ্যবাহী শিওরখাল গ্রামের উত্তরপাড়া পঞ্চায়েত, মাঝপাড়া পঞ্চায়েত ও পূর্ব মাঝপাড়া পঞ্চায়েতের গ্রামবাসী সবাই ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছি। আপনারা জেনে খুশি হবেন আমরা যুক্তরাজ্যে অবস্থানরত গ্রামবাসী দেশে গ্রামের শান্তি, শৃঙ্খলা এবং উন্নয়নের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা গ্রামবাসীও ত্রয় পঞ্চায়েত কমিটি গঠন করেছেন। আমরা মিলেমিশে গ্রামের শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের জন্য কাজ করবো। তিনি বলেন, আমাদের এই ঐক্যবদ্ধতা কারো বিরুদ্ধে নয়, এটা গ্রামবাসীর সকলের স্বার্থেই সৃষ্টি করা হয়েছে। ভবিষ্যতে এই ত্রয় পঞ্চায়েত কমিটির মাধ্যমে গ্রামের রাস্তাঘাট উন্নয়নের পাশাপাশি গ্রামের গরিব, অসহায়দের সাহায্য-সহযোগিতা করা হবে। তাদের খাদ্য, বাসস্থান এবং চিকিৎসার মত মানবিক দিকগুলোকে উন্নত করার জন্য আমরা প্রবাসীরা আপনাদের মাধ্যমে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো ইনশা আল্লাহ। তিনি এ ব্যাপারে সকলকে গ্রামের শান্তি, শৃঙ্খলা ও সম্মান বজায় রাখার পাশাপাশি উন্নয়নের স্বার্থে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!