শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ভোট কেন্দ্রে সহিংসতায় নিহত উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের দাফন সম্পন্ন



বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনের দিন সহিংসতার ঘটনায় নিহত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, স্থানীয় নলজুড় গ্রামের সায়েম আহমদ সুহেলের দাফন সম্পন্ন হয়েছে। পহেলা জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় নলজুড় গ্রামের পূর্বের মাঠে তাঁর জানাজা শেষে নিজ বাড়ির পুকুর পাড়ে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

সকাল ১০টার দিকে লাশ নেওয়া হয় জানাজা মাঠে। জানাজায় বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের লোকের পাশাপাশি আশপাশ উপজেলার অন্যান্য এলাকার লোকজনও শরিক হন। জানাজায় অংশ নেওয়া মানুষের ভিড়ে পুরো বিশাল মাঠ এবং আশপাশের রাস্তাগুলো পরিপূর্ণ হয়ে উঠে। স্মরণকালে এতো বড় জানাজা এলাকায় আর দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। জানাজার ইমামতি করেন তালতলা আজিজপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা আজিজুর রহমান।

জানাজার পূর্বে বালাগঞ্জ উপজেলা বিএনপি যুগ্নসাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন রিপনের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট সিটিকর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, ব্যারিস্টার আব্দুস সালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দাল মিয়া, গহরপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর ছোট ভাই বিএনপি নেতা মো. আছকির আলী, স্থানীয় পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিহত সায়েমের চাচাত ভাই মো. লুৎফুর রহামান ও হাফিজ আব্দুল হাই হারুন প্রমুখ।

এর আগে সিলেট ওসমানী হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার সন্ধ্যায় সায়েমের মরদেহ নিজ বাড়িতে পৌঁছে। সেখানে লাশ দেখার জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও শোকাহত এলাকাবাসী ছুটে আসেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের বালাগঞ্জের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল (৩২) গুলিবিদ্ধ হন। পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!