একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিজয়ী হয়েছেন মহাজোট মনোনীত প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী। আজ রোববার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পান তিনি।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে মাহমুদ উস সামাদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫০৭ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শফি আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৮৭৫ ভোট।
ফলে ৯৭ হাজার ৬৩২ ভোটের ব্যবধানে বিজয়ী হলেন মাহমুদ উস সামাদ চৌধুরী।
সিলেট-৩ আসনের মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ২৯৩ জন। মোট ভোট কেন্দ্র ১৪৮টি।
এ আসনে আরো প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন, উছমান আলী – জাতীয় পার্টি (জাপা), এম এ মতিন বাদশা – ইসলামি আন্দোলন বাংলাদেশ, দিলওয়ার হোসাইন – খেলাফত মজলিস ও আতিকুর রহমান – স্বতন্ত্র।