শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে পূজা পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে পূজা পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টম্বর শুক্রবার দুপুরে শ্রী শ্রী গোপাল জিউর আশ্রম নাট মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক।

সভায় শুরুতে পবিত্র গীতা পাঠ করেন আশ্রমের সেবায়ত শ্রীল শ্রী অর্ঘ্য ব্রম্মচারী । বক্তব্য রাখেন – বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য ও বাপসার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রঙ্গেশ কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি প্রদীপ দাস, স্বরুপ দে শংকু, রনজিত বৈদ্য অমিত, যুগ্ম সাধারণ সম্পাদক শিবুল দাস, পুলক দাস দুরন্ত, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় কুমার দাস, পূর্বপৈলনপুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি কৃপেষ দাস, দেওয়ান বাজার ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি রঞ্জু চক্রবর্তী, পশ্চিম গৌরি পুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি তরুনী কান্ত দাস, রবীন্দ্র কুমার দাস, ঋষিক্যাশ দাস তালুকদার, বালাগঞ্জ ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু দেবনাথ, ,উপজেলা পূজা পরিষদের কোষাধ্যক্ষ অর্জুন দেবনাথ, পূজা পরিষদের সদস্য শিক্ষক সুভাষ ধর, রমা কান্ত রায়,রিংকু দাস, কৃষ্ণ দাস ,দপ্তর সম্পাদক শ্যামাপদ দাস শামা, বালাগঞ্জ উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সৌরভ পাল, পিয়াস দাস, অর্জুন দাস, বিকাশ সরকার, মৃদুল দাসসহ প্রতিটি ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক, পুজা পরিষদ ঐক্য পরিষদ, বিভন্ন পূজা কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ।

অনুষ্ঠিত সভায় পূজামন্ডপের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের উপদেষ্টা ও বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সাবেক সহসভাপতি বীরেন্দ্র কুমার দাস ছবি, সাবেক পূজা পরিষদের সহসভাপতি ও  আশ্রম পরিচালনা কমিটির সদস্য অধীর চন্দ্র দাস তালুকদারের রোগমুক্তি কামনা করে প্রার্থনা করা হয়। এবং প্রয়াত সকলের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এছাড়া সিলেট ৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শেফিল্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও এস এম মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান শাহীনসহ বালাগঞ্জ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!