রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন

বঙ্গবন্ধু গোল্ডকাপ দেশের ফুটবলকে বিশ্ব দরবারে আলোকিত করবে: এমপি সামাদ চৌধুরী



সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, দেশের ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ নিয়ে কাজ করছে, সেই ধারাবাহিকতায় সরকার সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এমন টুর্নামেন্ট আয়োজন করছে। এর মধ্য দিয়ে মূলত সরকার তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আগামী দিনের জন্য তাদের প্রস্তুত করছে। তাই বঙ্গবন্ধু গোল্ডকাপ দেশের ফুটবলকে বিশ্ব দরবারে আলোকিত করবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা হ্যালিপ্যাড মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুবেদ আহমদ চৌধুরী শিপু, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মো.বদরুদ্দোজা, আহমেদ জিলু, এমরান উদ্দিন, সুফিয়ানুল করিম চৌধুরী, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ প্রমুখ।

ফাইনাল খেলায় উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ১-০ গোলে ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!