বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শুরু আজ



একসময় জিম্বাবুয়ে-বাংলাদেশ ম্যাচ শুরু হত ফিফটি ফিফটি সম্ভাবনা নিয়ে। এই যে “একসময়” বলছি বোধহয় এই শব্দটি বেমানান। এই বছর তিনেক পূর্বেও এমন অবস্থা বিরাজমান ছিল। একসময় বলতে কয়েকযুগও তো বোঝায়।

টাইগারদের সাথে বিভিন্ন বাস্তবতার কারণেই বেশি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে এবং বাংলাদেশেরও স্বভাবত সাফল্যগুলো ধরা দিয়েছে তাদের হারিয়ে। এন্ড্রু ফ্লেচার যুগে অর্থাৎ বিংশ শতাব্দীর প্রাক্কালে জিম্বাবুয়ে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে ছিল। খেলা শুরুর পূর্বে ফেভারিট ধরা হত তাদের। তারপর যেমন যুগের বদল হয়েছে তেমনি যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে গেছে টাইগাররা। বিশ্বমানের দলে পরিণত হয়েছে, শুধু তাই নয় বিশ্বের সকল ক্রীড়া শক্তিকে হারিয়েছে বার বার। কিন্তু বিপরীত পথে গেছে জিম্বাবুইয়ানরা। দেশের অভ্যন্তরীণ নানা সমস্যায় জর্জরিত জিম্বাবুয়ে খেলোয়াড়দের সব ধরনের সুযোগ সুবিধা দিতে ব্যার্থ হয়েছে এবং যার ফলে মানসম্মত পাইপলাইনের অভাবে খুড়িয়ে চলতে হচ্ছে এখন পর্যন্ত।

আজ (রবিবার) দুপুরে মিরপুর স্টেডিয়ামে আবার দু’দল মুখোমুখি। রবিবার রাতে যদি জয় পায় টাইগাররা তাতে হয়তো রাস্তায় রাস্তায় আনন্দমিছিল বের হবে না, কেননা এ প্রত্যাশিত। কিন্তু এ যে বাংলাদেশ ক্রিকেটের এক আয়না যেখানে নিজেদের উন্নতির চিত্র স্পষ্ট ধরা দেবে। সেই জিম্বাবুয়ের সাথে একশ ওভার ফেভারিট মন মানসিকতায় লড়বে মেহেদীরা। যেখানে ১৮ কোটি মানুষের এক সন্তুষ্টির শ্বাসে প্রাণবন্ত বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে ওঠার কথা।  কবিতার মত এই পথচলা চলতে থাকুক। কবিতার মত এরকম দিন আসুক জিম্বাবুয়ে ক্রিকেটের জন্যও তাতে যে ক্রিকেটেরই মঙ্গল।

এদিকে, আজকের ম্যাচে স্বাগতিক বাংলাদেশ নামবে যথাসম্ভব পূর্ণ শক্তি নিয়ে। ইনজুরির কারণে সেই ‘পূর্ণ শক্তি’ থেকে আপাতত বাদ পড়তে হয়েছে দলের সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিমের চোটও সেরেছে, সুস্থ আছেন মাহমুদউল্লাহ রিয়াদও। রুবেল হোসেনের জ্বর না থাকলে স্কোয়াডের সবাই-ই ফিট থাকতেন শনিবার পর্যন্ত। তবে শেষদিনে সুস্থ হয়ে উঠলে মাঠে দেখাও যেতে পারে এই পেসারকে।

অন্যদিকে সাম্প্রতিক সময়ের সেরা দল নিয়ে সফরে আসা জিম্বাবুয়ের উপর চাপ হয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা সফরের দৃষ্টিকটু ব্যর্থতা ও প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের কাছে পরাজয়। তবে সব গ্লানি পেছনে ফেলে একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই খেলার কথা জানিয়েছে জিম্বাবুয়ে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে রাব্বি মাহমুদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, এল্টন চিগুম্বুরা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!