লণ্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি (Queen Mary University) থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পিএইচডি করতে যুক্তরাজ্যে যাচ্ছেন বাংলা ভিশন মধ্যপ্রাচ্যের বিশেষ প্রতিনিধি ও বাংলা টিভি ওমান প্রতিনিধি মোঃ গোলাম মাওলা হাজারি। মধ্যপ্রাচ্যের বিশিষ্ট এ সাংবাদিককে পিএইচডি করতে সার্বিক সহযোগিতা করেছেন বাংলা টিভির ভাইস চেয়ারম্যান সৈয়দ গোলাম দস্তগির নিশাদ।
এ বিষয়ে সাংবাদিক হাজারির কাছে জানতে চাইলে তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে ২০১৮ সালের শেষের দিকে আমি পিএইচডি করতে লণ্ডনে যাচ্ছি। সাংবাদিক গোলাম মাওলা হাজারি তাঁর জন্মস্থান কুমিল্লা চৌদ্দগ্রামবাসীসহ প্রবাসী সহকর্মীদের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, সাংবাদিক গোলাম মাওলা হাজারি বেশ কয়েকবার মালয়েশিয়া ভ্রমণে এসেছেন। এবং অদূর ভবিষ্যতে আবারও ভ্রমণ করবেন বলে জানিয়েছেন।