শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে সহপাঠীর ঘুষিতে স্কুল ছাত্র নিহত



সিলেটের ফেঞ্চুগঞ্জে সহপাঠীর হাতে মজিদুল ইসলাম (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার মল্লিকপুর গ্রামের আলতাম আলীর ছেলে এবং কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক সাইফুর রহমান সায়েম একই উপজেলার মনুরটুক গ্রামের আমীর আলী ছেলে।

জানা যায়, মজিদ মিয়া ও তার সহপাঠী সাইফুর রহমান সায়েমের ক্লাসের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মজিদকে কিল-ঘুষি দিয়ে আঘাত করে সায়েম। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উপজেলা জুড়ে শোখের মাতম চলছে। সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় তার লাশ সাদা কাপড়ে ঢাকা। প্রতিবেশি সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সর্বস্থরের সাধারণ জনতা এক নজর তাকে দেখতে আসছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!