বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের ভাতাসমূহ জিটুপি পদ্ধতিতে প্রদানের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর বেলা ৩টায় উপজেলা পরিষদ হলরুমে বালাগঞ্জের ইউএনও এর অতিরিক্ত দায়িত্বে থাকা ফেঞ্চুগঞ্জ ইউএনও মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদের পরিচালনায় এ মতবিনিময় সভার আলোচনায় অংশ নেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপরিচালক নিবাস চন্দ্র দাস, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সামস্ উদ্দিন সামস্, সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্ত্তী, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য ও বাপসার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রঙ্গেশ কুমার দাস, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দীন শাহিন, মাঠকর্মী মশিউর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের সদস্য ও উপকারভোগীরা।