মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

ময়মনসিংহের ফুলপুরে ইভটিজিংয়ের দায়ে বখাটের ৬ মাসের কারাদণ্ড



ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার বিকালে উপজেলার চর সাহাপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (২৮) নামের এই বখাটে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কালের কন্ঠ সূত্রে জানা যায়, সাহাপুর রহিমা আব্দুল্লাহ মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে  প্রায়ই বিভিন্ন ভাবে ইভটিজিং করত স্থানীয় বখাটে জহিরুল। গত শুক্রবার বিকালে সাহাপুর বাজারসংলগ্ন মেয়েটির বাবার দোকানের পাশে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে মেয়েটিকে পেছন থেকে লম্পট জহিরুল জড়িয়ে ধরে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজন তাকে আটক করে। এ সময় মেয়েটির বাবা ও স্থানীয়রা ফুলপুর থানার পুলিশকে খবর দিলে ফুলপুর থানার এসআই সুমন মিয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পুলিশ জহিরুলকে আটক করে। শুক্রবার দিন বিকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইভটিজিং করার অপরাধে ৫০৯ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল। কারাদণ্ডে দণ্ডিত অপরাধী জহিরুল ইসলামকে পুলিশ নিয়ে যায়।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!