
সাংবাদিক নাসির উদ্দিন
ফেঞ্চুগঞ্জের নাসির উদ্দিন সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দরা, পাশাপশি সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকেও অভিনন্দন জানিয়েছেন তাঁরা। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দরা সাংবাদিক নাসির উদ্দিনকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম চৌধুরী (জিয়া খালেদ), সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, সহসম্পাদক তাজুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সদস্য মোঃ দেলওয়ার হোসেন পাপ্পু, জুয়েল খান, বদরুল আমীন, হাসান চৌধুরী, জুলহান চৌধুরী, আরকে দাস চয়ন, ফরিদ উদ্দিন, মোস্তাফিজুর রহমান কিনেল ও মোঃ রুমেল আলী।
একজন দক্ষ কর্মট এবং সাহসি কলম সৈনিক হিসেবে নাসির উদ্দিন দৈনিক শ্যামল সিলেট ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করছেন। সাংবাদিক নাসির উদ্দিন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাজিদ আলীর জ্যেষ্ঠ সন্তান।