বালাগঞ্জ উপজেলার মোরারবাজারের দক্ষিণের মাঠে অনুষ্ঠিত ২য় সামছুল ইসলাম হাডুডু প্রতিযোগিতার কোয়ার্টার পর্বের খেলা শেষ হয়েছে। গত মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে কোয়ার্টার পর্বের শেষ খেলায় দেওয়ান বাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফারুক একাদশ ১৪-৪ পয়েণ্টে এলাহাবাদ জাগরণীকে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে।
এর আগের কোয়ার্টার ফাইনালে জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সুফিয়ান একাদশ চাম্পারকান্দি এবং মিয়া খন্দকার শাহাপুর।
এদিকে গত মঙ্গলবার (২২ অক্টোবর) খেলা চলাকালে অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং খেলা পরিচালনা কমিটির কর্মকর্তা ও স্থানীয় শত শত উৎসুক ক্রীড়ানুরাগী খেলা উপভোগ করেন।