বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। গত ৩০ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর ও সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া স্বাক্ষরিত প্রেসবার্তায় ইউনিয়ন শাখার কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে এম এ মালেক-কে আহবায়ক ও আব্দুল কাদির খসরু-কে সদস্য সচিব করে ৫৯ বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন – দুদু মিয়া, লোকন মিয়া, ইলিয়াছ মিয়া মেম্বার, শিরমান উদ্দিন, মাহমদ আলী কাচা, আহমদ আলী, বশির আহমদ (দলা মিয়া), ফজর আলী, ইছরাক আলী, বুরহান উদ্দিন, আব্দুল জলিল বেবী, মুহিব উদ্দিন, সিতাব আলী, হাজী গুলসের আলী, মুক্তার আলী, ময়নুল ইসলাম মঈন, হাজী সাইস্তা মিয়া, আজমল হোসেন, খন্দকার আব্দুল হাই কমলা, আব্দুল হান্নান, মাহমদ আলী, দিলাওর হোসেন আনাই, আবিদ আলী, ইসলাম উদ্দিন, এস এম সাহেদ মেম্বার, শফিকুল ইসলাম, আব্দুস শহীদ, রফু মিয়া, আবরু মিয়া, তজমুল আলী, মিনার আলী, মুহিব উদ্দিন, আং শহিদ গেদা, আব্দুস ছত্তার মহাজন, রুয়েল আহমদ, আব্দুল সাহাদত রুকন, রুহুল আমিন, গিয়াস উদ্দিন, আপ্তাব আলী, খন্দকার মন্টু মিয়া, হারুন মিয়া, আতিকুল ইসলাম, মুজাম্মেল হোসেন, সামস উদ্দিন সামস, কবির উদ্দিন সেলিম, মশিউর রহমান এহিয়া, ফারুক আহমদ, আব্দুল খালিক, সুহেল বারী, মোস্তাক আহমদ, সোহেল আহমদ, ফতহুল হাসনাত চৌধুরী শিমুল, জাহাঙ্গীর আলম, শফিক মিয়া, সালেহ আহমদ, সামসুদ্দিন সামু ও শহিদ মিয়া।
এ কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের কাউন্সিলের তালিকা প্রণয়নসহ গঠনতান্ত্রিক নিয়মে সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়।