বালাগঞ্জে ৯ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার চানপুর গ্রামের সুন্দর আলীর ছেলে উজ্জল মিয়া (২৯) কে আটক করেছে পুলিশ। গত ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে সত্যতা নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার এসআই অপু দাশ গুপ্ত।
জানা গেছে, ৯ বছরের শিশু এ স্কুল ছাত্রী শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাসায় আসার পথে ছেলেটি তার পিছু নেয়। শিশুটি বাসায় প্রবেশ করা মাত্র ছেলেটিও প্রবেশ করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। চেষ্টা কালে শিশুটি চিৎকার দিলে বাসার বাহিরে থাকা শিশুর পরিবারের সদস্যরা বাসায় আসলে ছেলেটি এই সুযোগে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয় বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি জানার পর আসামিকে গ্রেফতার করেছি এবং কোর্টে চালান দিয়েছে।