বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জের এক যুবক আফ্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত



আফ্রিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের মরহুম লিলু মিয়ার ছেলে চয়ন আহমদ (৩৬) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রবিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮ টায় দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ চয়ন ইন্তেকাল করেন।

নিহতের বড় ভাই লিটন আহমদ জানান- চয়ন আহমদ আফ্রিকায় ব্যবসা করতেন। প্রতিদিনের মতো আজও তিনি ব্যবসার কাজে গাড়ি নিয়ে বের হলে প্রতিমধ্যে তার গাড়ি অন্য একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে পতিত হলে তিনি ও তার সাথে থাকা অন্য আফ্রিকান নাগরিক সহ তিনজন ঘটনাস্থলে নিহত হন। সেখানে থাকা তার অপর ভাই রেজান আহমদ খবর পেয়ে হাসপাতালে গিয়ে মৃত্যুর খবর জানতে পারেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!