বালাগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘গহরপুর ব্লাড ফাইটার্স’ এর উদ্যোগে বিনামূল্যে ৩ শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (০৭ নভেম্বর) উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারে দিনব্যাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প শেষে বিকালে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এণ্ড কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা আব্দুল মুনিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহরপুর ব্লাড ফাইটার্সের সভাপতি আমিনুর রহমান তুহেল।
নাবিল হায়দার চৌধুরী ও ইমাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রভাষক ও সংগঠনের উপদেষ্টা মণ্ডলির সদস্য জাকারিয়া টিপু, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা, বালাগঞ্জ উপজেলা টুরিস্ট ক্লাবের সভাপতি ছালিকুর রহমান।
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, গহরপুর ব্লাড ফাইটার্সের সহসভাপতি শাহ আলম, এস.এ. সুমন, মাহবুবুর রহমান মাহদিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজমল, সহসাধারণ সম্পাদক – রাজু আহমেদ, জুনেদ আহমেদ, অর্থ সম্পাদক – গুলজার আহমেদ জাকারিয়া, রাহমান জাব্বির, ইমাম উদ্দিন, নুরুজ্জামান জামান।
সদস্য – শহিদুর রহমান, ওমর আহমেদ, আতিফ, সতন, সাইফুল, হাবিবুর, শহিদুল, মোস্তাকিম, কয়েস, সাদিক, অলিউর, জাহাঙ্গীর, মিনহাজ, কামরান, আহসান, লুৎফুর, মাহিন, হাবিবুর, শাকিল, কিরন, সাইফুর, আশিক, মাসুম, তারেক, সালেহ, জাহেদ, সায়েম, সাজুল, নূরুল, রাহি, জামিল, মামুন, তোফায়েল, হাসান, জালাল, মালেক, সাব্বির, মামুন, নাঈম, ফারহান, আরিফ, শাহরিয়া, মামুন, মারজান, পাবলু, হুসাইন প্রমুখ।