বালাগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটি, উপজেলা সমন্বয় কমিটি ও বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বালাগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুরের সভাপতিত্বেবিজয় দিবস ২০১৯ এর প্রস্তুতি সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশনেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, পল্লী বিদ্যুৎ এর এজিএম কম মোঃ আব্দুল বাতেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাকিব ভুইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হামিদা বেগম, প্রকল্প কর্মকর্তা প্রীতি ভুষন দাস, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্ত্তী, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রজম্ম ৭১ এর আব্দুল গফুর খালিছদার, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এম এ মতিন, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিস,পশ্চিম গৌরিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মুক্তার মিয়া, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আকরাম হোসেন, বালাগঞ্জ সরকারি ডিএনএ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দ চক্রবত্তী,, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক আব্দুস শহীদ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার আইনুর আহমদ রুমন, বালাগঞ্জ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আবু হারে মোঃ মিছবাহ উদ্দিন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক খন্দকার আজিম উজ্জামান, আনসার বিডিপি ব্যাংকের ব্যবস্থাপক মোজাহিদ মিয়া, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, আনসার ভিডিপি কর্মকর্তা রাশেদ গাজী, উপজেলা জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপ সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন, উপকৃষি কর্মকর্তা আবুল কাশেম হিমেল, একটি বাড়ি একটি খামারের মাঠকর্মী হাসান মাহমুদ, যুব উন্নয়ন অফিস সহকারী আব্দুর রহিম, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমির আলী, ঠিকাদার গোলাম কিবরিয়া রেদোয়ান, বালাগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রকিব জুয়েল, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, ছাত্রলীগ নেতা মাহবুব আলম তুহিন, টিপু সুলতান, কামরান মিয়া,আব্দুল কাদির জীবন, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি মোঃ কামরুল ইসলাম, ইউএনও সিএ মোঃ দারা মিয়া, অফিস সহকারী তোফায়েল আহমদ , উপজেলা চেয়ারম্যানের সিএ সিরাজুল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তা।
সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও যুব সমাজের বেকারত্ব দূরীকরণসহ বালাগঞ্জ উপজেলার সর্বত্র নদী ও খাল-বিল থেকে অবৈধ ভাবে বস্তা জাল-কারেন্ট জাল বন্ধের ব্যপারে সভায় আলোচনা হয়। এছাড়া চুরি ডাকাতি বন্ধে বিভিন্ন বাজারগুলোতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। বিজয় দিবস উপলক্ষে মেলা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণের ও সিদ্ধান্ত নেয়া হয়।