সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে জেএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত : প্রথম দিন অনুপস্থিত ১০ জন পরীক্ষার্থী



বালাগঞ্জে ২০১৯ সালের জুনিয়র সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২টি মূল পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি আরও বাড়তি ২টি ভেন্যুতে অনুষ্ঠিত এবারের জেএসসি পরীক্ষায় উপজেলার ১৬টি বিদ্যালয়ের সর্বমোট ১হাজার ৯শ ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এরমধ্যে বালা-১ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১হাজার ২শ ১৭জন। তন্মধ্যে মূল কেন্দ্রে বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ৫শ ৮৭জন, বালক ২শ ৩২ জন ও বালিকা ৩শ ৫৫ জন এবং ভেন্যু কেন্দ্র বালাগঞ্জ সরকারি কলেজে মোট পরীক্ষার্থী ৬শ ৩০ জন, এখানে বালক ১শ ৯৯ জন ও বালিকা ৪শ ৩১ জন। বালা-১ কেন্দ্রে বাংলা বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯শ ৪৮ জন, উপস্থিত ৯শ ৪২ জন, অনুপস্থিত ৬জন।

বালা-২ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭শ ৪১ জন। তন্মধ্যে মূল কেন্দ্রে দেওয়ান আব্দুর রহিম স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ৩শ ৮৪ জন, বালক ১শ ১৩ জন ও বালিকা ২শ ৭১ জন এবং ভেন্যু কেন্দ্র দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৩শ ৫৭ জন, এখানে বালক ১শ ৫১ জন ও বালিকা ২শ ৬ জন। বালা-২ কেন্দ্রে বাংলা বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬শ ৮ জন, উপস্থিত ৬শ ৪ জন, অনুপস্থিত ৪ জন। দুটি কেন্দ্রে বাংলা বিষয়ের পরিক্ষায় মোট অনুপস্থিত ছিল ১০ জন পরীক্ষার্থী।

আলাপকালে বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম জানান, পরীক্ষা খুবই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। তিনি প্রথম দিনের মত বাকী পরীক্ষা সমূহ শান্তিপূর্ণ হওয়ার আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

 

 

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!