এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ুন রহমান লেখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আল-ইসলাহ এর সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান, তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সুলতান আহমদ, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম শিহাব, সঙ্গীত শিল্পী মোজাহিদুল ইসলাম বুলবুল প্রমুখ। অনুষ্ঠানে কাজী মাওলানা মঞ্জুর আহমদ মীরপুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, মাওলানা কাজী মঞ্জুর আহমদ মীরপুরীকে মানবাধিকার জোট ও বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউণ্ডেশনের পক্ষ থেকে নিকাহ ও তালাক রেজিস্ট্রার হিসেবে মানবাধিকার সম্মাননা-২০১৯ পদক প্রদান করা হয়। গত ২৮ সেপ্টেম্বর ঢাকার সেগুন বাগিচার সেগুন চাইনিজ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি এ সম্মাননা পদক গ্রহণ করেন।