বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৩১ শয্যা থেকে ৫০ শয্যা বিশিষ্ট ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রমের শুভ উদ্বোধন

আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা: এমপি সামাদ চৌধুরী



এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, চিকিৎসকরা প্রকৃত সেবার মন মানসিকতা নিয়ে কাজ করলে মানুষ উপকৃত হবে। মানুষ চিকিৎসা সেবা পাওয়ার লক্ষ্যে চিকিৎসকের স্মরণাপন্ন হয়। চিকিৎসকের দায়িত্ব হচ্ছে রোগীদের ভালো ব্যবহারের মাধ্যমে তার চিকিৎসা নিশ্চিত করা। বর্তমান আওয়ামী লীগ সরকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসাখাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উপজেলা হাসপাতাল করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। তিনি ডাক্তারদের উদ্দেশ্য করে বলেন – রোগীরা যে আশা আকাঙ্খা নিয়ে আপনাদের কাছে আসে, রোগীদের যাতে সেই আশা আকাঙ্খা  পূরণ হয় সে লক্ষ্যে আপনারা সব সময় কাজ করবেন এমনটাই আপনাদের কাছে প্রত্যাশা।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উত্তীর্ণ হাসপাতালের কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল আলমের সভাপতিত্বে ও ডাঃ রাশেদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহিদ উস সামাদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, শিক্ষক শহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক প্রমুখ।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!