এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উত্তীর্ণ হাসপাতালের কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল আলমের সভাপতিত্বে ও ডাঃ রাশেদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহিদ উস সামাদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, শিক্ষক শহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক প্রমুখ।