মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, স্থানীয় খালপার নিবাসী, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ইয়াওর খান (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত শুক্রবার (২৯ নভেম্বর) রাত পৌনে ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইয়াওর খান সম্প্রতি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
এদিকে শনিবার (৩০ নভেম্বর) বিকাল ২টায় ওসমানীনগর উপজেলার খালপার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় বিভিন্ন এলাকার শত শত নাগরিক অংশগ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন মুফতি হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন শাহনাজ। জানাজায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা ও তেতলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলু চৌধুরী, সাবেক সভাপতি ও সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও উছমানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোতাহির আলী, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ মুহাম্মদ ফখর উদ্দিন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহরম আলী, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, লালা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, বালাগঞ্জের আওয়ামী নেতা দিলু মিয়া, হাজী এমএ মালেক, ওসমানীনগরের আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, নূরুল ইসলাম চৌধুরী লয়লা, সিলেট প্রেসক্লাবের সদস্য এমএ মতিন, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি টিটু ওসমানী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, চিন্তামনি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ জামাল আহমদ, খন্দকার বাজারস্থ ব্রাইট স্টার্স একাডেমির পরিচালক মাহফুজুল ইসলাম চৌধুরী, শেখ কামাল ভয়েস ক্লাবের সভাপতি মামুন চৌধুরী প্রমুখ।