শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত



জামালপুরের দেওয়ানগঞ্জে জমি বিরোধের জের ধরে দুই ভাই নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহত দুই ভাই ইউসুফ আলী (৪৫) ও আবদুল জলিল (৪০) উপজেলার সানন্দবাড়ী দক্ষিণ লম্বাপাড়া গ্রামের হারান আলীর ছেলে।

দেওয়ানগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, সানন্দবাড়ী দক্ষিণ লম্বাপাড়া গ্রামে জমি নিয়ে জাকির মেম্বারের সঙ্গে হারান আলীর বিরোধ চলে আসছিলো। গতকাল শুক্রবার দুপুরে হারান আলী দুই ছেলেকে নিয়ে ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে জাকির মেম্বারের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে হারান আলী (৭০), হারান আলীর ওই দুই ছেলে, প্রতিবেশী আবদুল খালেক (১৮) ও আবদীন (৪৩) গুরুতর আহত হন। নিহত ইউসুফ ও  জলিলকে প্রথমে ময়মনসিংহে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হারান আলী, আবদুল খালেক ও আবদীন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ওসি।

ওসি ময়নুল জানান, নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। লাশ দু’টির ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর  দেওয়ানগঞ্জ নেয়া হবে।।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!