সিলেট ৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন সরকার কৃষিখাতে ব্যপক উন্নয়ন কার্যক্রম গ্রহন করেছে। বর্তমান সরকার কৃষি ও শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া জননেত্রী প্রধানমন্ত্রী এদেশের সাধারন মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষে কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়ন কার্যক্রমে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
তিনি ৩০ নভেম্বর সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে বালাগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত রবি/২০১৯-২০ মৌসুমে ভূট্রা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন মুগ এবং গ্রীষ্মকালীন মুগ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) এ এস এম জাহিদুর রহমানের সভাপতিত্বে ও উপকৃষি কর্মকর্তা আবুল কাশেম হিমেলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) সুমন চন্দ্র দাশ, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস,
ফেঞ্চুগঞ্জ মুক্তযোদ্বা কমান্ডার মুক্তিযুদ্বা আকরাম হোসেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, আব্দুস শহীদ মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তুহিন মনসুর সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজন।স্বাগত বক্তব্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার আকলিমা হোসেন। পরে প্রধান অতিথি কৃষকদের মধ্য সার ও বীজ বিতরন করেন।
বালাগঞ্জ উপজেলায় ৩৮০ জনকে জনপ্রতি ২ কেজি ভূট্টা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৩৮০ জনকে জনপ্রতি ০১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ০৫ জনকে জনপ্রতি ১.৫ কেজি সূর্যমুখী বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৩০ জনকে জনপ্রতি ০৫ কেজি শীতকালীন মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার,
১০ জনকে জনপ্রতি ০৫ কেজি গ্রীস্মকালীন মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।