শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

মাশরাফি : কামনা ইসলাম



ছবি: ফেসবুক থেকে নেয়া

তুমি বাঁশের বাঁশি
তুমি কৃষকের হাসি
তুমি গরীবের বাহুতে বল।

তুমি জয়ের প্রতিক
তুমি বিজয় মিছিল
তুমি আনন্দ অশ্রু সজল।

তোমার অপেক্ষায় প্রহর গুনে
চেয়ে থাকে দেশ
তুমি জলন্ত প্রদ্বীপ
তোমার নেই শেষ।

তুমি বহমান, তুমি অক্ষয়
তুমি স্রোতের ধারা
তুমি হৃদয় কুঞ্জে বেধেছ বাসা
তুমি সকলের ভালোবাসা।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন