সিলেটের বালাগঞ্জ উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরিক্ষায় মোট পাশের হার ৯৪.৫৬% ও ৮৮.৪৪%।
এবছর বালাগঞ্জে ১৫টি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট ১৮৮৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১৭৮২ জন ও জিপিএ-৫ পেয়েছে ১১ জন পরিক্ষার্থী।
জেডিসি পরীক্ষায় বালাগঞ্জ উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ৩৭২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ৩২৯ জন কৃতকার্য হয়েছে। উপজেলার পাসের হার ৮৮.৪৪%। এই উপজেলায় কোন মাদরাসার কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
মঙ্গলবার (৩১ডিসেম্বর) সারা দেশের ন্যায় বালাগঞ্জ উপজেলারও ফলাফল ঘোষনা করা হয়। বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।
ফলাফলের বিষয়ে বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, গতবারের চেয়ে এবারের ফলাফল অনেক ভালো হয়েছে। এ ফলাফলে আমি সন্তুষ্ট।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, এরকম ফলাফল আগামীতেও অব্যাহত থাকুক এই প্রত্যাশা কামনা করছি।