বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় উচ্চ বিদ্যালয় মাঠে মাহা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। বালাগঞ্জ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোঃ মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সমিতির সভাপতি আব্দুল নুর জুয়েলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর।উদ্বোধক বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও দেবাংশু কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া। এছাড়াও উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মতিন, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পশ্চিম গৌরিপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ মোক্তার মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নীলু ভুষন দে, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল আহমদ, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, সদস্য আনছার মিয়া, বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বোযালজুড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার তালুকদার, সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, শামীম আহমদ, আব্দুস শহীদ, হুসাইন আহমদ, সফিকুর রহমান সফিক, জাহেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমীর আলী, সাবেক সহসভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তুহিন মনসুর, জেদ্দা যুবলীগ নেতা রেজাউল করিম রিপন, সমাজ সেবী আব্দুস শহীদ জাহাদ, ধারাভাষ্যকার রুহুল আমিন, আলী হোসেন রানা, সোলেমান আহমদ, সালমান আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন। স্বাগত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল।
উদ্বোধনী ম্যাচে পশ্চিম গৌরীপুর ২-১ গোলে পূর্ব পৈলনপুরকে হারিয়ে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের জাকারিয়া। খেলা পরিচালনা করেন আছাব আলী, সামসুদ্দিন সামু, এমরান আহমদ।