সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিলেট – ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে প্রতি বছরের ন্যায় এবারও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকালে তাজপুর ডাক বাংলোয় শফিকুর রহমান নিজে উপস্থিত থেকে এই উপহার সামগ্রী বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান। ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় অনুষ্ঠানে – সিলেট ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ছাড়াও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউর রহমান আলা, সাবেক ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান, ওসমানী নগর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জুবায়ের আহমদ শাহীন, আওয়ামী লীগ নেতা তফজ্জুল হোসেন, মামুনুর রশিদ খলকু, আফরুজুল হক মেম্বার, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, কৃষক লীগের আহবায়ক মস্তাক আহমদ, যুবলীগ শেখ কবিরুল ইসলাম কবির, মোহন মিয়া, কার্জন মিয়া, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার প্রমুখ।