বালাগঞ্জ উপজেলার বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শেখ নূরুল ইসলাম জিতুকে বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সংবর্ধনা প্রদান করা হয়েছে। শেখ নূরুল ইসলাম জিতু এক সংক্ষিপ্ত সফরে দেশে আসার পর গত সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে আগমন উপলক্ষে এ শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
এদিকে সিলেট জেলা শিক্ষা অফিসার এ.কে মজুমদার বালাগঞ্জ উপজেলার বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। তিনি গত সোমবার (১৩ জানুয়ারি) বিকালে বিদ্যালয় পরিদর্শন করেন। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার মান্নোনয়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট জেলা শিক্ষা অফিসার এ.কে মজুমদার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শেখ নূরুল ইসলাম জিতু।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ বদরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে স্থানীয় ইউপি সদস্য মো. মজনু মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ফকির প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।