সিলেটের বালাগঞ্জ সদরে অবস্থিত আল হেরা আইডিয়াল একাডেমিতে রবিবার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক আব্দুল আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের প্রিন্সিপাল মাওলানা আসিকুর রহমাননের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, বিদ্যালয় (একাডেমি) ব্যবস্থাপনা কমিঠির চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর। অনুষ্ঠানের শুরুতে কোরআন পাক থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আলী আকবর।
অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী আব্দুল আলী বালাগঞ্জে এমন একটি প্রতিষ্ঠান করায় তাঁর পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। তাছাড়া প্রিন্সিপাল মাওলানা আসিকুর রহমান বিদ্যালয়ের আনুষাঙ্গিক বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠনে উপস্থিত ছিলেন, আল হেরা আইডিয়াল একাডেমির ভাইস প্রিন্সিপাল, বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, নিখিল রঞ্জন দাস, আল হেরা আইডিয়াল একাডেমির শিক্ষক, মোঃ রাসেল আহমদ, সারওয়ার হোসেন সাকিব, সাংবাদিক ও শিক্ষক জাগির হোসেন (জাকির) প্রমুখ।