মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ বাওয়ান্ডারির পাশ দিয়ে যাওয়া শমশেরনগর এটিএম স্কুল ভায়া সড়কের সাথে প্রায় ১৫ থেকে ২০টি গ্রামের যোগাযোগ রক্ষাকারী প্রিন্সিপাল আব্দুস শহীদ সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে দীর্ঘদিন ধরে। আনুমানিক ১৫ কিলোমিটার এই সড়কটিতে বিগত বন্যাকালীন সময়ে সড়কের বিভিন্ন জায়গায় বন্যার পানি আঘাত হানলে রাস্তার উপরের কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন জায়গায় খালা খন্দকের সৃষ্টি হয়। যার ফলে চলাচলে এলাকার মানুষের দুর্ভোগের অন্ত নেই।
জানাযায়, কয়েক বছর আগে গোবিন্দপুর এলাকায় কিরো নদীর উপরে একটি ব্রিজ নির্মাণ করা হলেও সেই ব্রিজের দুই পাশে প্রায় ৫০০ ফিটের মত জায়গা কর্তৃপক্ষ মাটি ভরাট করলেও এ স্থান ঢালাই বা কার্পেটিং করা হয়নি। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি এবং মানুষের যাতায়াত থাকায় মানুষজনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পথচারী লোকজনের অভিযোগ দীর্ঘ প্রায় এক যুগ গত হলেও এ রাস্তায় কোন ধরনের উন্নয়ন কাজ সাধিত না হওয়ায় দুর্ভোগের শেষ নেই তাদের ।
গত মঙ্গলবার (১৭ই মার্চ) সকালের দিকে এলাকায় গেলে দেখা যায় – শংকরপুর, গোবিন্দপুর, সারঙ্গ পুর, নরসিংহ পুর, কৃষ্ণপুর, ঘুষপুর এসব এলাকার রাস্তার বিভিন্ন জায়গাতে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে খালা খন্দকের সৃষ্টি হয়েছে এবং রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল দেখা গেছে। এ সড়কে যাতায়াতকারী ডেলিভারি রোগীসহ এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন রাস্তাটি মেরামতে দ্রুত এগিয়ে আসেন ।



