বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গহরমলি গ্রামের একটি বাড়িতে শনিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা একটি মোবাইল, ৪ ভরি স্বর্ণালংকার, ৪৫ হাজার টাকাসহ অনেক মালামাল নিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানায় যায়, গত শনিবার দিবাগত রাতে একদল চোর বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী, সদর ইউনিয়নের গহরমলি গ্রামের জামিনী বৈদ্যর ঘরের ভেন্ডিলেটর কৌশলে খুলে ভেতরে ঢুকে চুরি করে মোবাইল, স্বর্ণালংকার, টাকাসহ অনেক মালামাল নিয়ে যায়। চুরির ঘটনাটি যখন বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করে তখন চোরেরা মালামালসহ পালিয়ে যায়। চুরির ঘটনায় গৃহকর্তার ছেলে শ্রীদাম বৈদ্য রবিবার সকালে বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।