ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন, গরীব ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেছেন শিল্প ও ধর্ম সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সিলেট – ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। বুধবার (২২ এপ্রিল) ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ডে ১৪২ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ১০কেজি করে জিআর -এর এ চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বদরুদোজা, উপজেলা ভূমি অফিসার মৌসুমি মান্না ও আওয়ামী লীগের উপজেলা সভাপতি শওকত আলী ও ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।
উল্লেখ্য, ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদে গতকাল ও আজকে এ পর্যন্ত ৯০০ মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।