বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নমুনা পরীক্ষা: বালাগঞ্জে ১৩ জনের করোনা রিপোর্ট নেগেটিভ, নতুন ৪ জনের নমুনা সংগ্রহ



করোনা সন্দেহে বালাগঞ্জে যে ১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, নমুনা পরীক্ষায় তাদের সবার করোনা নেগেটিভ এসেছে। তবে নতুন করে আরো ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ এম শাহরিয়ার।

করোনাভাইরাস (কোভিড-১৯) সনাক্তে বালাগঞ্জে ৫ জন পুরুষের নমুনা সংগ্রহ করা হয় গত শনিবার (১৮ এপ্রিল)। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হিংড়াকান্দি গ্রামে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ঢাকা থেকে আসা ৩ জন রাজমিস্ত্রী ছিলেন। তারা ওই এলাকার বাসিন্দা। আর অন্য দুই জন কাজের উদ্দেশ্যে কুমিল্লা থেকে এখানে এসেছেন বলে মেডিকেল টিমের কর্মকর্তারা জানান।

বুধবার (২২ এপ্রিল) বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ এম শাহরিয়ার জানান, ওই ৫ জনসহ বিভিন্ন সময় নমুনা সংগ্রহ করে পাঠানো আরো ৮ জন মিলে মোট ১৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। নতুন করে আরো ৪ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে, রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!