শনিবার, ২২ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কামরানের মৃত্যুতে বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যানের শোক প্রকাশ 



বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত প্রথম মেয়র, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সোমবার এক বিবৃতিতে বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, বদর উদ্দিন আহমদ কামরান সোমবার (১৫ জুন) রাত আড়াইটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধিন ছিলেন। সোমবার (১৫ জুন) বিকালে সিলেটের মানিক পীর (রহ.) টিলায় তাঁকে দাফন করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!