উল্লেখিত ব্যক্তি সিরাজ মিয়া জানান- আমি জালাল মামার কাছে কোন টাকা দেইনি এবং তিনিও আমার কাছে কোন টাকা দাবি করেননি। যদিও কিছু ব্যক্তি আমার দূর্বলতার সুযোগ নিয়ে আমাকে মজা করার কথা বলে একটা ভিডিও বানায়। আমি একজন অশিক্ষিত মানুষ আমি এগুলো বুঝিনা।
এ ব্যাপারে মাইজগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি সানী আহমেদ ও সিনিয়র যুগ্ন- সাধারণ সম্পাদক আয়েদ আহমদ জয় জানান- বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং আওয়ামী পরিবারের একজন বলিষ্ঠ নেতার বিরুদ্ধে এরকম অপপ্রচার করা আমরা মেনে নিতে পারিনা। এতে অবশ্যই রাজনৈতিক ইন্দন রয়েচে। যে কারণে আমরা এই বিষয়ের তীব্র নিন্দা জানাই।
জালাল আহমদ জানান- আমি বিষয়টি জেনে হতবাক। আমাকে নিয়ে যে বা যারা এরকম করেছে আমি তাদের প্রতি নিন্দা জানাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরও বলেন- যদি কেউ বিষয়টি প্রমাণ করতে সক্ষম না হন তবে আমি এর বিচার আমার অভিভাবক সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর নিকট বিচার দাবী করিলাম। তিনি জানান- এই বিষয়টি সম্পুর্ন ভিত্তিহীন ও বানোয়াট।