শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বাংলাদেশের ৫৫ জেলাতেই ছড়িয়েছে করোনাভাইরাস



বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলাতেই করোনাভাইরাস ছড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেছেন, ৫৫ জেলায় আমরা কভিড-১৯ আক্রান্ত ব্যক্তি পেয়েছি। ঢাকা সিটির মধ্যে এখনও অনেক বেশি। ঢাকা ডিভিশনেও সবচেয়ে বেশি।

আজ বুধবার দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানান।

ডা. সুলতানা বলেন, ঢাকা ডিভিশনের মধ্যে ঢাকা জেলার বাইরে প্রথমত আছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে মোট কভিড আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। যার মধ্যে সিটি করপোরেশনেই আছে ৩৬৪ জন। নারায়ণগঞ্জে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। সুস্থ হয়েছেন ১৬ জন। সেখানে টোটাল কোয়ারেন্টাইনে আছেন ৬৮১ জন।

তিনি বলেন, ঢাকা ডিভিশনের মধ্যে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলার পরেই সবচেয়ে বেশি আক্রান্ত গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদীতে। সারা দেশে আমাদের যারা আক্রান্ত তাদের মধ্যে ৭৩ শতাংশই ঢাকা ডিভিশনে।

এর আগে ব্রিফিংয়ের শুরুতেই তিনি জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়াল। গত ২৪ ঘণ্টায় ৩৯০ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৭২ জন হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!