বালাগঞ্জে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন ও ক্ষতিগ্রস্তদের মাঝে চলমান ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন সচিব ও ডিসি। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের চান্দাইরপাড়া মাদ্রাসায় এ চলমান ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিব লোকমান হোসেন মিয়া। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) পলাশ মণ্ডল, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, ,বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা প্রকল্পকর্মকর্তা( পিআইও) প্রীতিভুষন দাস, বালাগঞ্জ সমাজসেবা কর্মকর্তা মোঃ জুয়েল আহমদ প্রমুখ।